HelpLine : 01711857205, 05725-56351-52

 প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত ইতিহাস

ওমর কিন্ডারগার্টেন স্কুল ও ওমর গার্টেন একাডেমি জয়পুরহাট জেলার কালাই উপজেলা সদরে অবস্হিত একটি স্বনামধন্য স্কুল। ২০০৩ সালে ১লা জানুয়ারি প্রতিষ্ঠানটি ওমর সাইন্স স্কুল এন্ড টেকনিক্যাল কলেজ নামে শুরুতে ষষ্ট শ্রেণিতে মাত্র ৩২ জন শিক্ষার্থী নিয়ে পথ চলা শুরু করে। কালাইয়ের মত একটি মফসল শহরে আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান শুরু করার লক্ষে বিশিষ্ট শিক্ষাঅনুরাগী আলহাজ্ব আব্দুর রশিদ তালুকদার তার একমাত্র পুত্রের নামনুসারে প্রতিষ্ঠানটির করণ করেন। ২০০৭ সালে স্কুলটি প্রতিষ্ঠাকালীন নাম পরিবর্তন করে করে ওমর কিন্ডারগার্টেন স্কুল এন্ড ওমর গার্টেন একাডেমি নামে পরিচিতি লাভ করে। ২০০৩ সাল থেকে ১৪ই ফ্রেব্রুয়ারি ২০১৩ ইং তারিখ পর্যন্ত প্রতিষ্ঠাতা জনাব আলহাজ্ব আব্দুর রশিদ তালুকদার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।