"বিজ্ঞানের যুগে চাই, বিজ্ঞানী-মন,
সচেতনে খুঁজে পায়, আলোর ভুবন।”
বিজ্ঞান মেলার ফলে মানুষের বিজ্ঞানের প্রতি যেমন আগ্রহ বৃদ্ধি পায় তেমনি মানুষের মাঝে বিজ্ঞানের জ্ঞান বিকশিত হতে থাকে। এছাড়া মানুষের জীবনের সাথে বিজ্ঞানের সম্পৃক্ততা কতখানি তা প্রকাশ করাই বিজ্ঞান মেলার উদ্দেশ্য।
সেই সব উদ্দেশ্যকে সামনে রেখে ওমর কিন্ডারগার্টেন স্কুল এন্ড ওমর গার্টেন একাডেমি আবারো বিশাল এক কর্মযজ্ঞ আয়োজন করতে চলেছে। সাথে থাকবে ক্র্যাফটিং, নাটক, গান, কবিতা, আইসিটি প্রোগ্রামিং কনটেস্ট, খেলাধুলা ইত্যাদি।
৬ষ্ঠ ART ODYSSEY বিজ্ঞান মেলা শুরু হচ্ছে আগামী ৬,৭,৮ নভেম্বর।বিজ্ঞানের আলোয় আবারো উদ্ভাসিত হবে ক্যাম্পাস বিশাল সমারোহে। বিশেষ এই সমারোহে আপনাদের সবাইকে অগ্রিম আমন্ত্রণ রইলো।