HelpLine : 01711857205, 05725-56351-52

ওমর কিন্ডারগার্টেন স্কুল ও ওমর গার্টেন একাডেমি জয়পুরহাট জেলার কালাই উপজেলা সদরে অবস্হিত একটি স্বনামধন্য স্কুল। ২০০৩ সালে ১লা জানুয়ারি প্রতিষ্ঠানটি ওমর সাইন্স স্কুল এন্ড টেকনিক্যাল কলেজ নামে শুরুতে ষষ্ট শ্রেণিতে মাত্র ৩২ জন শিক্ষার্থী নিয়ে পথ চলা শুরু করে। কালাইয়ের মত একটি মফসল শহরে আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান শুরু করার লক্ষে বিশিষ্ট শিক্ষাঅনুরাগী আলহাজ্ব আব্দুর রশিদ তালুকদার তার একমাত্র পুত্রের নামনুসারে প্রতিষ্ঠানটির করণ করেন। ২০০৭ সালে স্কুলটি প্রতিষ্ঠাকালীন নাম পরিবর্তন করে করে ওমর কিন্ডারগার্টেন স্কুল এন্ড ওমর গার্টেন একাডেমি নামে পরিচিতি লাভ করে। ২০০৩ সাল থেকে ১৪ই ফ্রেব্রুয়ারি ২০১৩ ইং তারিখ পর্যন্ত প্রতিষ্ঠাতা জনাব আলহাজ্ব আব্দুর রশিদ তালুকদার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। 

২০১৩ সালের ১৫ ই ফ্রেব্রুয়ারি প্রতিষ্ঠাতা জনাব আব্দুর রশিদ তালুকদার মৃত্যুবরণ করলে তার সু্যোগ্য পুত্র জনাব আলহাজ্ব ওমর আব্দুল আজিজ তালুকদার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং অদ্যাবধি অত্যান্ত সুনিপুণ ভাবে প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছেন। প্রতিষ্ঠাকালীন সময়ে মাত্র দুইজন শিক্ষক দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করা হয় এবং সেই শিক্ষকগণ হলেন, জনাব মোঃ দেলোয়ার হোসেন ও মোঃ বজলুর রশিদ।  বর্তমানে প্রতিষ্ঠানটিতে ৮০ জন শিক্ষক-কর্মচারী কর্মরত আছেন। ২০০৪ সালে ৩য় থেকে ৭ম শ্রেণি পর্যন্ত পাঠদান কার্যক্রম চালু করা হয়। এরপর ২০০৫ সালে প্লে থেকে ৮ম শ্রেণি পর্যন্ত পাঠদান কার্যক্রম শুরু হয় এবং ২০০৭ সাল থেকে প্লে থেকে ১০ম শ্রেণি পর্যন্ত পাঠদান কার্যক্রম পরিচালিত হয়।

২০০৮ সালে সর্বপ্রথম প্রতিষ্ঠানটি  S.S.C পরিক্ষায় অংশগ্রহণ করে এবং সকলেই কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়। প্রতিষ্ঠানটিতে রয়েছে প্রয়োজনীয় অফিসকক্ষ, অধ্যক্ষ মহোদয়ের কক্ষ, নিজস্ব লাইব্রেরী ও অত্যাধুনিক কম্পিউটার ল্যাব। বিদ্যালয়টি একাডেমিক কার্যাবলী উন্নয়নের জন্য ক্লাসটেস্ট, মধ্যপর্ব, পর্ব সমাপণী পরীক্ষা গ্রহণ এবং নম্বর পত্র প্রদান, অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়। এর মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম মূল্যায়ন করা হয়। খেলাধুলা, শিক্ষা সংস্কৃতিসহ বিবিধ ও সামাজিক কার্যাবলীতে অত্র বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের অংশ ও সাফল্য অনস্বীকার্য। প্রতিবছর বার্ষিক ক্রিড়া, বিজ্ঞানমেলা, পিঠামেলা, শিক্ষা সফর বিভিন্ন অনুষ্ঠান জাঁকজমকের সাথে পালন করা হয়। বিদ্যালয়টি অধ্যক্ষ মহোদয়,  পরিচালক স্যার, এবং স্থানীয় কমিটি দ্বারা পরিচালিত হয়।

ওমর কিন্ডারগার্টেন স্কুল ও ওমর গার্টেন একাডেমি বর্তমানে জয়পুরহাট জেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসাবে পরিচিত। মরহুম আলহাজ্ব মোঃ আব্দুর রশিদ তালুকদার এর প্রচেষ্টায় কালাই এ শিক্ষা ট্রাস্ট বৃত্তি পরীক্ষা চালু হয় এবং এলাকার কৃতি শিক্ষার্থীদের নিয়মত বৃত্তি প্রদান করা হয় যা বর্তমানে সরকারী প্রশাসন দ্বারা পরিচালিত হচ্ছে। বিদ্যালয়টিতে রয়েছে ছাত্রাবাস ও ছাত্রীনিবাস। ফলে দূর থেকে ছাত্র-ছাত্রীরা পড়াশুনার জন্য এই বিদ্যালয়ে আসে। ইতিমধ্যে শ্রেণি কক্ষগুলোতে সি সি ক্যামেরা সংযোগ করা হয়েছে। ছাত্র-ছাত্রীদের এই শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতের জন্য প্রতিষ্ঠানের বাস আছে। খাওয়ার জন্য রয়েছে ক্যান্টিন। আবার মাঝে মাঝে ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। প্রতিষ্ঠানটিতে ছাত্র-ছাত্রীদের পড়াশুনার জন্য রয়েছে লাইব্রেরী যাতে প্রায় দুই হাজার উন্নত মানের বই রয়েছে। ছাত্র-ছাত্রীদের জ্ঞানের বিকাশ ঘটানোর লক্ষে ছোট ছোট সংগঠন ও রয়েছে।

অত্র শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে সম্পূর্ণ কোলাহলমুক্ত দুটি আবাসিক ভবন। যার একটি ছেলেদের ও অপরটি মেয়েদের জন্য প্রতিষ্ঠিত। আবাসিক পরিচালনার জন্য রয়েছে দুইজন দক্ষ শিক্ষক। 

 অত্র-প্রতিষ্ঠানের বিভিন্ন পাবলিক পরীক্ষার ফলাফলঃ

 

PEC-পরীক্ষা 

 

সাল

পরীক্ষার সংখ্যা 

A+

A

পাশের হার

বৃত্তি সংখ্যা 

২০০৬

৪২

৩০

১২

১০০%

০৩

২০০৭

৫২

৪০

১২

১০০%

০৮

২০০৮

৪৪

৩৮

০৬

১০০%

১৩

২০০৯

৫১

৪৭

০৪

১০০%

০৪

২০১০

৫৪

৪৫

০৯

১০০%

০৭

২০১১

৫৮

৪২

১৬

১০০%

০৯

২০১২

৬৭

৫২

১৫

১০০%

১৪

২০১৩

৭৪

৫০

২৪

১০০%

০৭

২০১৪

৮৫

৫৬

২৯

১০০%

০৬

২০১৫

৮৩

২৪

৫৬

১০০%

১৪

২০১৬

১১০

৫৪

৫৬

১০০%

১৯

২০১৭

৮৯

৩০

৫৯

১০০%

০৮

২০১৮

৮৯

৬৯

২০

১০০%

০৮

২০১৯

১০৮

৫১

৫২

১০০%

০৯

 

JSC-পরীক্ষা 

 

সাল

পরীক্ষার সংখ্যা 

A+

পাশের হার

বৃত্তি সংখ্যা 

২০১০

৫১

২৯

১০০%

০৬

২০১১

৩৯

১৫

১০০%

০৯

২০১২

৬৬

২৩

১০০%

১৪

২০১৩

৪৮

৩৮

১০০%

০৭

২০১৪

৭৯

৫৬

১০০%

১৭

২০১৫

৮২

৭৪

১০০%

২৪

২০১৬

১০৬

১০৫

১০০%

৩৫

২০১৭

১১৮

১১৬

১০০%

৩৪

২০১৮

১১৩

৫৬

১০০%

২৫

২০১৯

১৫২

১১২

১০০%

৩৮

 

SSC-পরীক্ষা 

 

সাল

পরীক্ষার সংখ্যা 

A+


পাশের হার

২০০৮

৩২

০২

১০০%

২০০৯

২৬

০৬

১০০%

২০১০

৩৮

১৫

১০০%

২০১১

৪২

০৭

১০০%

২০১২

৩৭

১০

১০০%

২০১৩

৩৯

১৫

১০০%

২০১৪

৩৮

৩৪

১০০%

২০১৫

২৫

১৬

১০০%

২০১৬

৫২

৩৮

১০০%

২০১৭

৫৩

৩৩

১০০%

২০১৮

৮৩

৭৭

১০০%

২০১৯

৯৭

৫৬

১০০%